রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

নানা আয়োজনে সেনবাগে বিজয় দিবস উদযাপন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৮১ বার পঠিত
আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৭:৪৯ অপরাহ্ণ

সেনবাগ(নোয়াখালী)প্রতিনিধি: স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন, র‍্যালী, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেছে নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন।

১৬ ডিসেম্বর প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু করা হয়,এরপর স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়,সকালে আনুষ্ঠানিক ভাবে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে বিজয় উদযাপন করা হয়।

পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।এরপর সেনবাগ মডেল মসজিদ মিলনায়তনে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, বিরোধী দলীয় চীফহুইপ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা,বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মফিজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো: জাহিদুল ইসলাম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা খোরশেদ আহমেদ সহ প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ দিকে সকালে বর্নাঢ্য র‍্যালী নিয়ে স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাবেক বিরোধী দলীয় চীফহুইপ জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন,কাজী মফিজুর রহমানের নেতৃত্বে বিএনপির অপর একটি অংশ,প্রশাসনের বিভিন্ন দপ্তর, সেনবাগ প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর