বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:৫২ অপরাহ্ন

সেনবাগে ক্রিড়া উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ 

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১১ বার পঠিত
আপডেট : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১:৩৭ অপরাহ্ণ

সেনবাগ(নোয়াখালী)প্রতিনিধি: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”এই প্রতিপাদ্যে সারাদেশের ন্য্যয় নোয়াখালীর সেনবাগেও উপজেলা প্রশাসন ও ক্রিড়া সংস্থার নানান আয়োজনে পালিত হচ্ছে তারুণ্যের উৎসব ২০২৫।

এরই ধারাবাহিকতায় আয়োজিত ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন,ভলিবল ও কাবাডি টুর্নামেন্টের ফাইনাল খেলা,পিঠা উৎসব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে ফুটবলের ফাইনাল, পিঠা উৎসব ও রাতে কাবাডি প্রতিযোগিতার ফাইনাল ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে সপ্তাহ ব্যাপী ক্রিড়া উৎসবের সমাপ্তি ঘটে।

মঙ্গলবার বিকেলে ও রাতে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে নূর হোসাইন সুমন ও ক্রিড়া সংস্থার সদস্য আনোয়ার হোসেন মিয়াজির যৌথ সঞ্চালনায় উক্ত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রিড়া সংস্থার আহবায়ক মো:মহি উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও পৌর প্রশাসক মো: জাহিদুল ইসলাম,সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) এস এম মিজানুর রহমান, উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খোরশেদ আহমেদ বাবুল,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক ওবায়দুল হক, পৌর বিএনপির সদস্য সচিব কামাল উদ্দিন বাবুল, বিএনপি নেতা ভিপি মফিজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইয়াছিন আলী বাবর, উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য আলা উদ্দিন আলো, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ও ক্রিড়া সংস্থার সদস্য আনোয়ার হোসেন মিয়াজি, ক্রিড়া সংস্থার সদস্য ও ছাত্র সমন্বয়ক কামরুজ্জামান, পৌর জামায়াতের আমির মাওলানা ইয়াছিন মিয়াজি।

এ সময় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক সহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

সপ্তাহ ব্যাপী আয়োজিত বিভিন্ন ক্রিড়া ইভেন্টের মধ্যে ফূটবলে সেনবাগ পৌরসভা দল ডমুরুয়া ইউনিয়ন দলকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।ক্রিকেট টুর্নামেন্টে উপজেলা প্রশাসন একাদশ পৌর একাদশ কে ৫৩ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়, ব্যাডমিন্টন টুর্নামেন্টে সেনবাগ পৌরসভা দল নবীপুর ইউনিয়ন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ভলিবল টুর্নামেন্টে সবুজ দল লাল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এবং কাবাডি টুর্নামেন্টে লাল দল সবুজ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

প্রতিটি খেলায় চমৎকার ধারাভাষ্য দিয়ে দর্শকদের আকৃষ্ট করেন নূর হোসাইন সুমন।

এছাড়া প্রতিটি খেলায় বিপুলসংখ্যক দর্শক উপস্থিতি ও দর্শকদের উচ্চাস ছিল লক্ষণীয়।

 

 

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর