শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন

রাঙ্গামাটিতে ট্রাক সি এন জি মুখোমুখি সংঘর্ষ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২২৫ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ৪:২০ পূর্বাহ্ণ

নজরুল ইসলাম ঃ আজ সোমবার দুপুর ১২:৩০ রাঙ্গামাটি শহরস্থ তবলছড়ি খাদ্য গুদামের সামনে, মিনিট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে হয়।

এতে সিএনজির চালক সহ মোট ৪ জন গুরুতর আহত হয়।

স্থানীয়দের সহায়তায় আহতদের রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

আহতরা হলেেন (চালক) বিপুল চাকমা (২২)
পিতাঃ- সুকমন চাকমা, ভেদভেদী
ফরিদা আক্তার (৩৫)
পিতাঃ- মৃত সিকান্দার আলী ওমদামিয়া পাহাড়
আনোয়ারা বেগম (৫৫)
স্বামীঃ-নুর ইসলাম, মির্জা টিলা
এবং হাসিনা আক্তার (৪০)
পিতাঃ- মৃত সিকান্দার আলী
ওমদামিয়া পাহাড়
চিকৎসক গন আহত ব্যক্তিদেরকে আসংকা মুক্ত রয়েছেন বলে নিশ্চিৎ করেছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর