শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

দীঘিনালায় পাহাড় কাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৪২ বার পঠিত
আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০৩ অপরাহ্ণ

প্রবীর সুমন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: দীঘিনালায় স্কেভেটর দিয়ে পাহাড় কাটায় লাল চন্দ্র চাকমা (৮০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযুক্ত লাল চন্দ্র চাকমা দীঘিনালা উপজেলার ২নং বোয়ালখালী ইউনিয়নের চাপ্পাপাড়া এলাকার বাসিন্দা।

শনিবার (০১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার বোয়ালখালী ইউনিয়নের চাপ্পাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ।

মোবাইল কোর্ট পরিচালনা কালে তিনি বলেন, অবৈধভাবে পাহাড় কাটায় অভিযুক্ত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ১৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১মাসের কারাদণ্ড প্রদান করা হলে জরিমানা টাকা নগদে আদায় করা হয়েছে।

এসময় আরো বলেন, অবৈধভাবে পাহাড় কাটা বন্ধে উপজেলা প্রশাসন সজাগ রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর