শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

সিলেটে মাজার জিয়ারতে যাওয়ার পথে মা-ছেলে-বোনসহ নিহত ৪

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৫ বার পঠিত
আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৫৬ অপরাহ্ণ

জাতীয় ডেস্ক:-সিলেটের ওসমানীনগরে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলায় উনিশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি মোনায়েম মিয়া বলেন, প্রাইভেটকারে সাত যাত্রী ছিল।

এর মধ্যে দুইজন ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার আমইল্লা গ্রামের প্রাইভেটকারচালক সুহেল (৩৮), শামীমা (৩৫), ইতি বেগম (৩০) ও আয়ান (৭)।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশ সূত্র জানায়, দুইজন ঘটনাস্থলেই মারা গেছেন। হাসপাতালে আনার পর সোহেল ও শামীমাকে মৃত ঘোষণা করা হয়।

মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।

 

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর