শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

মাটিরাঙ্গা জোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৬৩ বার পঠিত
আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪৫ অপরাহ্ণ

মাটিরাঙ্গা, খাগড়াছড়ি :খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের আওতাধীন সাপমারা আর্মি ক্যাম্পের এলাকায় স্থানীয় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।

রোববার, সকাল সাড়ে ১১টার দিকে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের আওতাধীন সাপমারা আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।

উক্ত চিকিৎসা সেবা কর্মসূচিতে মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ মুঈদ-উল করিম চৌধুরী স্থানীয় পাহাড়ি বাঙালীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করেন। উক্ত কর্মসূচিতে শতাধিক অসহায় দরিদ্র পাহাড়ি উপজাতি নারী, পুরুষ ও শতাধিক বাঙালী নারী, পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত সাপমারা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট আব্দুলল্লাহ আল মাহফুজ বন্ধন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর