মো. শাহজাহানঃ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়দের প্রধানতম সামাজিক ও ধর্মীয় উৎসব বৈসাবি‘র আনন্দে ভাসছে পাহাড়ি জনপদ খাগড়াছড়ি।
ফুল বিজু, মুল বিজুর পর আজ চাকমাদের গয্যাপয্যার দিন। অন্যদিকে আজ থেকে মারমা জনগোষ্ঠির মানুষ ‘সাংগ্রাইং’ উৎসবে মেতে উঠেছে।
শুক্রবার সকালে জেলা সদরের পানখাইয়াপাড়া বটতলায় মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই র্যালির উদ্বোধন করেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
র্যালিতে মারমা জনগোষ্ঠীর লোকজন বর্ণিল সাজে অংশ নেন। তারা নেচে গেয়ে শহরকে উৎসবমূখর করে তুলেন।
পরে সাংগ্রাই এর প্রধানতম আকর্ষণ পানি উৎসব শুরু হয়।
একে অপরকে পানি ছিটিয়ে নিজেদের পরিশুদ্ধ করে নতুন বছরকে বরণ করেন। জলকেলি নামে পরিচিত এই উৎসবে সব বয়সীরাই যোগ দেন।
উৎসবে তরুণ-তরুণীদের অংশগ্রহণ বেশি দেখা যায়। নেচে গেয়ে তারা উল্লাস করেন।
সাংগ্রাই উদ্বোধন অনুষ্ঠানে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী,
ডিজিএফআই’র ডেট কমান্ডার লে. কর্ণেল মো. শাহ আলম সিদ্দিকী, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মো. নাইমুল হক, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরীসহ সরকারী কর্মকর্তা, বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।