বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন

মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৬ বার পঠিত
আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:১৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,সাগর চক্রবর্তী কমল : একজন মেধাবী শিক্ষার্থীই তার নিজের সাথে সাথে পারিবারের অর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন ঘটাতে পারে মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেছেন, প্রত্যেকটি শিক্ষার্থীকে সুনাগিরিক হিসেবে গড়ে তুলতে হবে। আর এজন্য তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে। যার মধ্যে দেশপ্রেম ও দেশের প্রতি গভীর ভালোবাসা সৃষ্টি হবে সে কখনোই দুর্নীতি ও অপরাধে নিজেকে জড়াবেনা। এজন্য অভিভাবকদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে।

বুধবার (৫ ফেব্রুয়ারী) সাড়ে ১১ টার দিকে মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু বক্কর ছিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে মাটিরাঙ্গা থানার ওসি (তদন্ত) মো: হাসিব হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সহ-সভাপতি সাগর চক্রবর্তী কমল অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিব সাহা, দীপ্তি চাকমা, প্রিয়া চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রীরা।

পরে মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর