শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন

নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা দিল  বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৮ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ণ

সেনবাগ(নোয়াখালী)প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগের বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের নবনির্বাচিত সভাপতি, এস এফ গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দা শারমিন আক্তারের সংবর্ধনা ও কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার প্রতিষ্ঠানের মাঠে অধ্যক্ষ মাওলানা নুরুল হুদার সভাপতিত্বে  ও শিক্ষক প্রতিনিধি বকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সাবেক প্রচার সম্পাদক,  সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সভাপতি,বিশিষ্ট নারী উদ্যোক্তা তামান্না ফারুক থীমা।

আমন্ত্রিত  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেস সলিউশন এর চীফ এক্সিকিউটিভ অফিসার মেজর খোন্দকার মো:সাজ্জাদুল ইসলাম(অব:),সুপ্রিম কোর্টের এডভোকেট ব্যারিস্টার ফাহমিদা আখতার,বাংলাদেশ জামায়াতে ইসলামী সেনবাগ উপজেলা আমির মাওলানা ইয়াছিন করিম।

বিশেষ অতিথি ছিলেন টপস্টার গ্রুপের পরিচালক লায়ন এবি এম শাহাদাত হোসেন,সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সিইও লায়ন আবদুস ছাত্তার, সেনবাগ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহীন আক্তার কানন,চাচুয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বেলায়েত হোসেন, সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, অভিভাবক সদস্য মীর মোশারেফ হোসেন মানিক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবদুল মোতালেব দুলাল, বিদ্যালয়ের ছাত্রী আয়েশা আক্তার বৃষ্টি।

এসময় দর্শক সারিতে বসে অনুষ্ঠান উপভোগ করেন, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক,সংবর্ধিত অতিথি সৈয়দা শারমিন আক্তারের গর্বিত সুযোগ্য পিতা লায়ন সৈয়দ হারুন এমজেএফ, তার সহধর্মিণী সৈয়দা সাজেদা শেলী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জহিরুল ইসলাম জহির, পৌর  বিএনপির সাবেক সহসভাপতি রহিম উল্যাহ চৌধুরী সুজন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির হুমু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইয়াছিন আলী বাবর, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক খোরশেদ আলম চৌধুরী ফুটন, যুব জামায়াতের সভাপতি আলা উদ্দিন আলো, যুবদল নেতা মহিন উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক, সাংবাদিক ও ছাত্রছাত্রী বৃন্দ।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর