শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ন

জানুয়ারির মাসসেরা ওয়েস্ট ইন্ডিজের ওয়ারিক্যান

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৪ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:১২ অপরাহ্ণ

স্পোর্ট রিপোর্ট:-পাকিস্তানের মাটিতে স্পিন হাতে যাদু দেখিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জোমেল ওয়ারিক্যান। আর তার স্বীকৃতিও পেয়েছেন এই স্পিনার।

ভারতের বরুণ চক্রবর্তী ও পাকিস্তানের নোমান আলীকে হারিয়ে হয়েছেন জানুয়ারি মাসের সেরা ক্রিকেটার।

আজ নিজেদের ওয়েবসাইটে মাসসেরা ক্রিকেটারের নাম প্রকাশ করে আইসিসি।

যেখানে ঘোষণা করা হয় ওয়ারিক্যানের নাম। পাকিস্তানের বিপক্ষে তিনি মুলতান টেস্টে প্রথম ইনিংসে ৩টি উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে নেন ৭টি উইকেট।

যদিও ম্যাচটি হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। তবে দ্বিতীয় ম্যাচে স্পিন যাদু দেখান ওয়ারিক্যান।

প্রথম ইনিংসে ৪৩ রান খরচায় তিনি নেন ৪ উইকেট। আর দ্বিতীয় ইনিংসে ২৭ রানে ৫ উইকেট নিয়ে ৩৪ বছরের বেশি সময় পর পাকিস্তানের মাটিতে টেস্ট জয়ের স্বাদ দেন। ১২০ রানের সেই ঐতিহাসিক জয়ের ম্যাচে ম্যাচসেরা হিসেবে নির্বাচিত হন তিনি। সিরিজসেরার পুরস্কারটিও তার হাতে ওঠে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর