মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন

কুলাউড়ায় গাঁজাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৯২ বার পঠিত
আপডেট : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩, ১১:০২ অপরাহ্ণ

মৌলভীবাজার প্রতিনিধি: কুলাউড়া থানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী গ্রেপ্তার হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে কুলাউড়া থানার এসআই মনির হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার জয়চন্ডী ইউনিয়ন ক্লিভটন চা বাগানের লম্বাটিলা এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি কমলা ছত্রী (৪০) ও সীতারাম ছত্রী (৬০) নামের স্বামী-স্ত্রী গ্রেপ্তার হয়।
এসআই মনির হোসেন জানান, গোপন সুত্রে খবর পেয়ে জয়চন্ডী ইউনিয়নের ক্লিভটন চা বাগানের লম্বাটিলায় মাদক কারবারি সীতারাম ছত্রীর বাড়ি থেকে সীতারাম ছত্রী ও তার স্ত্রী কমলা ছত্রীকে গ্রেপ্তার করা হয়। পরে সীতারামের ঘরে তল্লাশী করে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: আব্দুছ ছালেক জানান, আটককৃত দম্পতি দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। আটককৃত সীতারাম ছত্রীর বিরুদ্ধে কুলাউড়া থানায় আরো ৪ টি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রোববার সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর