বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ! শ্রীপুরে টুরিস্ট পুলিশ কমিউনিটি পুলিশিং সদস্যদের মতবিনিময় সভা নাটোরে গণমাধ্যমকর্মীদের উপর বরখাস্তকৃত এসপির হামলার ঘটনায় অভিযোগ দায়ের নাটোরের বড়াইগ্রামে ৫ ম শ্রেনির মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের দায়ে মাদ্রাসা শিক্ষককে যাবজ্জীবন কারাদন্ড ধর্ষকের ফাঁসির দাবিতে রাজপথে টিভি নির্মাতারা ইত্যাদিতে ভিন্নধর্মী সঙ্গীত নিয়ে হাবিব-প্রীতম বালু ব্যবসা নিয়ে যুবদল-বিএনপি সংঘর্ষ, টেঁটাবিদ্ধ ৩০ একটি মহল বিএনপিকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করছে : আব্দুস সালাম ইউক্রেনকে আবার সামরিক সহায়তা দিতে রাজি যুক্তরাষ্ট্র ৮ বছরের শিশুকে ধর্ষণের লোমহর্ষক বর্ণনা দিলেন তার বোন

নিজের তৈরি উড়োজাহাজ নিয়ে আকাশে উড়লেন মানিকগঞ্জের জুলহাস

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৮ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ৯:০১ অপরাহ্ণ

জাতীয় ডেস্ক:-প্রাতিষ্ঠানিক জ্ঞান না থাকলেও অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে তার জলন্ত প্রমাণ মানিকগঞ্জের চরাঞ্চলের জুলহাস মোল্লা। তিনি নিজ প্রচেষ্টায় উড়োজাহাজ তৈরি করে তা আকাশে সফলভাবে উড়িয়েছেন।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরের দিকে শিবালয় উপজেলার যমুনার চরে জুলহাস তার তৈরি বিমান আকাশে উড্ডয়ন করেন। জুলহাস মোল্লা বর্তমান শিবালয় উপজেলার ষাটঘড় তেওতা এলাকার জলিল মোল্লার ছেলে।

জানা যায়, জেলার দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকার নদী তীরবর্তী এলাকায় বাড়ি ছিল জুলহাস মোল্লার। তবে নদী ভাঙনে বিলীন হয়ে যায় তাদের বসত বাড়ি।

পরে শিবালয় উপজেলার যমুনা নদী তীরবর্তী ষাটঘড় তেওতা এলাকায় নতুন করে বসতি স্থাপন করে তার পরিবার।

ছয় ভাই বোনের মধ্যে জুলহাস পঞ্চম।

 

এসএসসি পাশের পর টাকার অভাবে লেখাপড়ার ইতি টেনে ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করছেন ২৮ বছরের এই তরুণ। দীর্ঘ চার বছর পরিশ্রমের পর উড়োজাহাজ তৈরি করেছেন মানিকগঞ্জের এই তরুণ। শুধু তৈরিই নয়, নিজেই সেটি সফলভাবে আকাশে উড়িয়েছেন। শিবালয় উপজেলার যমুনার চরে তার বিমানটি প্রায় ৫০ ফুট ওপরে উঠতে সক্ষম হয়। তার এই সাফল্য দেখতে স্থানীয় লোকজনের পাশাপাশি জেলা প্রশাসকসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে হাজির হয়েছিলেন।

জুলহাসের বাবা জলিল মোল্লা বলেন, ছোট সময় থেকেই জুলহাস কোনো না কোনো জিনিস তৈরি করার জন্য চেষ্টা করতো। তবে গত কয়েক বছর ধরে উড়োজাহাজ তৈরির জন্য সর্বোচ্চ চেষ্টা করছিল সে। প্রতি বছর যমুনার চরে উড়োজাহাজ উড়ানোর চেষ্টা করে আসছিল সে। কয়েকদিন আগে প্রথমবারের মতো উড়োজাহাজটি উড়াতে সক্ষম হয় সে।

তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লা বলেন, রিমোর্ট কন্ট্রোল বিমান বানিয়ে আকাশে উড়ানোর পর থেকে ইচ্ছা জাগে নিজে বিমান তৈরি করে আকাশে উড়াবো। এই চিন্তা থেকেই বিমান তৈরি জন্য গবেষণা শুরু করি। তিন বছর গবেষণা আর এক বছর বিমান তৈরি করতে লেগেছে। দীর্ঘ চার বছরের পরিশ্রমের পর আজকে আমি সফল হয়েছি। নিজের তৈরি করা বিমানে নিজেই পাইলট হয়ে আকাশে উড়েছি।

জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, জুলহাসের গবেষণা কাজে সরকার সহযোগিতা করবে। প্রাথমিকভাবে কিছু আর্থিক সহযোগিতা করে তাকে উৎসাহ দেওয়া হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর