রাজনীতি ডেস্ক:- বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধা ও যুগ্ম আহ্বায়ক শাহীন ফরাজীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলার ছাত্রদল নেতা মো. আসাদুল্লাহকে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দেওয়ার ঘটনার পর তাদের বহিষ্কারের আদেশ এলো।
রোববার (৯ মার্চ) কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুজুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে তাদের বহিষ্কারের কথা বলা হয়েছে।
এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য আজ বরিশাল দক্ষিণ জেলাধীন বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধা ও যুগ্ম আহ্বায়ক শাহীন ফরাজীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে শনিবার (৮ মার্চ) রাত ৯টার দিকে বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি বন্দরে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নেতা মো. আসাদুল্লাহকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। এসময় তার হাত-পায়ের রগও কেটে দেওয়া হয়।
আসাদুল্লাহ (২৫) নিয়ামতি বন্দর এলাকার বাসিন্দা মো. আলমগীর হোসেনের ছেলে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম।
সেখানে গিয়ে জানতে পেরেছি পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ তাকে কুপিয়ে জখম করেছে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বলেন, প্রাথমিকভাবে যেটুকু তথ্য পাওয়া গেছে তাতে নিয়ামতি বন্দরে আধিপত্য বিস্তার নিয়ে পূর্বের দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। অভিযোগ দিতে বলেছি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ করার না শর্তে জানান, স্লোগান নিয়ে দ্বন্দ্বে স্থানীয় শাহিনের নেতৃত্বে আসাদকে কুপিয়ে দুই হাত ও এক পায়ের রগ কর্তনসহ শরীরের বিভিন্ন অংশে জখম করা হয়েছে।
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রশাসনিক শাখা সূত্রে জানা যায়, আসাদুল্লাহকে রাতে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি ঘটায় রাতেই বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়।