বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ! শ্রীপুরে টুরিস্ট পুলিশ কমিউনিটি পুলিশিং সদস্যদের মতবিনিময় সভা নাটোরে গণমাধ্যমকর্মীদের উপর বরখাস্তকৃত এসপির হামলার ঘটনায় অভিযোগ দায়ের নাটোরের বড়াইগ্রামে ৫ ম শ্রেনির মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের দায়ে মাদ্রাসা শিক্ষককে যাবজ্জীবন কারাদন্ড ধর্ষকের ফাঁসির দাবিতে রাজপথে টিভি নির্মাতারা ইত্যাদিতে ভিন্নধর্মী সঙ্গীত নিয়ে হাবিব-প্রীতম বালু ব্যবসা নিয়ে যুবদল-বিএনপি সংঘর্ষ, টেঁটাবিদ্ধ ৩০ একটি মহল বিএনপিকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করছে : আব্দুস সালাম ইউক্রেনকে আবার সামরিক সহায়তা দিতে রাজি যুক্তরাষ্ট্র ৮ বছরের শিশুকে ধর্ষণের লোমহর্ষক বর্ণনা দিলেন তার বোন

স্ত্রীসহ সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ও এমপির নামে দুদকের মামলা

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৫ বার পঠিত
আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৪:৩০ অপরাহ্ণ

জাতীয় ডেস্ক:- জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী তার স্ত্রী এবং সাবেক দুই ইউপি চেয়ারম্যানসহ চারজনের নামে চারটি পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১২ মার্চ) দুপুরে সেগুন বাগিচার প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওমর ফারুক চৌধুরীর জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি ৬১ লাখ ১২ হাজার ৫৩৩ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখেন। নিজ ও প্রতিষ্ঠানের ৫৭টি ব্যাংক হিসাবে জমা এবং উত্তোলনসহ মোট ৪৪৫ কোটি ২৩ লাখ ৭৪ হাজার ৩৯ টাকার সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিং, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে প্রাপ্ত সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশে এর রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা; দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারায় একটি মামলা করা হয়।

তিনি আরও জানান, আসামি নিগার সুলতানা চৌধুরী তার স্বামী ওমর ফারুক চৌধুরীর সহায়তায় নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ২৩ লাখ ৭৭ হাজার ৬৮৯ টাকার সম্পদ অর্জন ও দখল রাখা এবং নিজ নামীয় ১১টি ব্যাংক হিসাবে জমা ও উত্তোলনসহ মোট ৪ কোটি ৩৫ লাখ ১০ হাজার ৮৪৩ টাকার সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিংয়ের সঙ্গে সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও ঘুষ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশের এর রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করার অপরাধে (১) নিগার সুলতানা চৌধুরী, স্বামী মো. ওমর ফারুক চৌধুরী; এবং (২) মো. ওমর ফারুক চৌধুরীদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা: দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা; মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় একটি মামলা করা হয়।

এদিকে একই অপরাধে গোদাগাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম এবং তানোর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. লুৎফর হায়দার রশীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে কমিশন বলে তিনি উল্লেখ করেন।

 

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর