বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
চারজন সাংবাদিককে গ্রেফতার,বিএমইউজে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ খাগড়াছড়ির গুইমারা বাজারে সপ্তাহে দুই দিন বসে কলার বৃহৎ হাট মাহে রমজান উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করলো সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা হাতিয়ায় ইটভাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা প্রকাশিত সংবাদের প্রতিবাদ! শ্রীপুরে টুরিস্ট পুলিশ কমিউনিটি পুলিশিং সদস্যদের মতবিনিময় সভা নাটোরে গণমাধ্যমকর্মীদের উপর বরখাস্তকৃত এসপির হামলার ঘটনায় অভিযোগ দায়ের নাটোরের বড়াইগ্রামে ৫ ম শ্রেনির মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের দায়ে মাদ্রাসা শিক্ষককে যাবজ্জীবন কারাদন্ড ধর্ষকের ফাঁসির দাবিতে রাজপথে টিভি নির্মাতারা ইত্যাদিতে ভিন্নধর্মী সঙ্গীত নিয়ে হাবিব-প্রীতম

নাটোরের বড়াইগ্রামে ৫ ম শ্রেনির মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের দায়ে মাদ্রাসা শিক্ষককে যাবজ্জীবন কারাদন্ড

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১১ বার পঠিত
আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৬:৩৬ অপরাহ্ণ

নাটোর প্রতিনিধি:  নাটোরের বড়াইগ্রামে ৫ ম শ্রেনির মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের দায়ে মাদ্রাসা শিক্ষক আব্দুর রহিম ওরফে কালুকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

আজ বুধবার বেলা ১১টার দিকে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামির উপস্থিতে এ রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্ত আব্দুর রহিম কালু বড়াইগ্রাম উপজেলার কাঠালবাড়িয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

নাটোর জজ কোর্টের সরকারী কৌশুলি অ্যাডভোকেট আব্দুল কাদের জানান, বড়াইগ্রাম উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের ২০২১ সালের ১৮ মে মাদ্রাসার ইফতেদায়ী ৫ম শ্রেনীর ছাত্রকে সন্ধ্যায় তার বাড়ি থেকে ডেকে নিয়ে মাদ্রাসায়। পরে মাদ্রাসার একটি কক্ষে তাকে জোড়পুর্বক বলাৎকার করে। পরে ঘটনাটি কাউকে না জানাতে ভয় দেখিয়ে মোটরসাইকেলে করে শিশুটিকে বাড়িতে রেখে পালিয়ে যায় শিক্ষক আব্দুর রহিম কালু। বাড়িতে আসার পর শিশুটি অসুস্থ্য হয়ে পড়লে ঘটনাটি তার বাবাকে জানায়।

এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে বড়াইগ্রাম থানায় শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পরে শিক্ষক আব্দুর রহিম কালুকে গ্রেফতার করে এবং আদালতে প্রতিবেদন দাখিল করেন । দীর্ঘদিন মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহন শেষে আদালতের বিচারক শিক্ষক আব্দুর রহিমের উপস্থিতে এই আদেশ দেরন। আদেশে উল্লেখ করা হয় জরিমানার অর্থ শিশুটি পাবে। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন শিশুটির পরাবারের সদস্যরা।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর