নিজস্ব প্রতিনিধি ঃ স্থানীয় স্টেক হোল্ডার এবং কমিউনিটি পুলিশিং সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে গাজীপুর সাফারী পার্ক কমিউনিটি পুলিশিং ইউনিটের আয়োজনে ওই মতবিনিময় সভা হয়।
গাজীপুর সাফারী পার্ক কমিউনিটি পুলিশিং ইউনিটের সভাপতি সাইদুর রহমান (সুরুজ) সভাপতিত্বে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, অতিরিক্ত ডিআইজি ঢাকা-ময়মনসিংহ-সিলেট ডিভিশন
মোঃ সাখাওয়াত হোসেন।
আরও বক্তব্য রাখেন,গাজীপুর টুরিস্ট পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ কামাল উদ্দিন, ও ইন্সপেক্টর মোঃ মাইনুদ্দিন গাজীপুর সাফারী পার্ক কমিউনিটি পুলিশিং ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সহ অতিথি বৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে সবাইকে সাফারি পার্কের নিরাপত্তা নিশ্চিতে সহায়তা করার আহ্বান জানান। সভাপতি তার বক্তব্যে সাফারি পার্ক এলাকার অপরাধ নিয়ন্ত্রণ করার কাজে সহযোগিতা করবে বলে জানান।