শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে‘মার্চ ফর গাজায়’অংশ নেবেন নেতারা গণতান্ত্রিক সরকার ছাড়া দেশের বৈষম্য কমবে না: মিন্টু নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পেটাল স্বেচ্ছাসেবক দল নেতাকে সিলেটে বাটার লুণ্ঠিত জুতা ফেসবুকে পোস্ট করে বিক্রির চেষ্টা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ফ্রান্সের পরিকল্পনা ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ চীনা পণ্যে উচ্চ শুল্ক ট্রাম্পের, বাংলাদেশের সামনে সুযোগ গাজার ৫০ শতাংশ ইসরাইলের দখলে, নিজভূমে পরবাসী ফিলিস্তিনিরা ফিলিস্তিনিদের বাঁচানোর জন্য‘বেশি সময় হাতে নেই’: জাতিসংঘ বজ্রপাত-ভারী বৃষ্টিতে ভারত ও নেপালে শতাধিক মৃত্যু ৯ বছর পর ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি তরুণ

রাজশাহীতে মাঝরাতে আগুনে পুড়েছে ১২টি সবজির দোকান

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩০ বার পঠিত
আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ৪:৩০ অপরাহ্ণ

জাতীয় ডেস্ক:- রাজশাহী নিউমার্কেট কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১২টি সবজির দোকান পুড়ে গেছে। ঘটনার পর আগুন নেভাতে গিয়ে দেলোয়ার হোসেন নামে এক ফায়ার সার্ভিস কর্মী ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন।

শনিবার (১৫ মার্চ) রাত ১টার দিকে মহানগরীর ষষ্ঠীতলা এলাকায় থাকা নিউমার্কেটের পেছনের অংশের কাঁচাবাজারে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই বাজারে আগুন ছড়িয়ে পড়ে।

এ সময় নিউমার্কেট কাঁচাবাজারের আশপাশের আবাসিক ভবনে থাকা মানুষজনের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই প্রাণ ভয়ে গভীর রাতে রাস্তায় নেমে আসেন।

এদিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের পরপর সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় নিউমার্কেট কাঁচাবাজারের মোট ১২টি দোকান পুড়ে যায়। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সহকারী পরিচালক (এডি) দিদারুল আলম জানান, শনিবার রাত ১টার দিকে নিউমার্কেটের পেছনের অংশে থাকা কাঁচাবাজারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। রাত পৌনে ২টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এরপর ডাম্পিংয়ের কাজ শেষ করা হয়। আগুন নেভাতে গিয়ে অতিরিক্ত ধোঁয়ায় ফায়ার ফাইটার দেলোয়ার হোসেন অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় আর কোনো ব্যক্তি হতাহত হননি।

তিনি আরও জানান, কাঁচাবাজারের ভেতরের অংশে আগুন লাগায় নিউমার্কেটের মূল অংশের কোনো দোকানেই ক্ষয়ক্ষতি হয়নি। আর আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি ৩ লাখ টাকা হতে পরে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর