শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে‘মার্চ ফর গাজায়’অংশ নেবেন নেতারা গণতান্ত্রিক সরকার ছাড়া দেশের বৈষম্য কমবে না: মিন্টু নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পেটাল স্বেচ্ছাসেবক দল নেতাকে সিলেটে বাটার লুণ্ঠিত জুতা ফেসবুকে পোস্ট করে বিক্রির চেষ্টা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ফ্রান্সের পরিকল্পনা ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ চীনা পণ্যে উচ্চ শুল্ক ট্রাম্পের, বাংলাদেশের সামনে সুযোগ গাজার ৫০ শতাংশ ইসরাইলের দখলে, নিজভূমে পরবাসী ফিলিস্তিনিরা ফিলিস্তিনিদের বাঁচানোর জন্য‘বেশি সময় হাতে নেই’: জাতিসংঘ বজ্রপাত-ভারী বৃষ্টিতে ভারত ও নেপালে শতাধিক মৃত্যু ৯ বছর পর ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি তরুণ

সোহান-সাদমানের সেঞ্চুরিতে হেসেছে তাদের দলও

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৬ বার পঠিত
আপডেট : সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ২:৪৮ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক:- ব্যাট হাতে আলো ছড়িয়েছেন নুরুল হাসান ও সাদমান ইসলাম। ভিন্ন ভিন্ন দলের হয়ে সেঞ্চুরি হাকিয়েছেন তারা।

সোহান নৈপুণ্যে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৯৭ রানে হারিয়েছে ধানমণ্ডি স্পোর্টস ক্লাব। আর সাদমানের ব্যাটে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ শাইনপুকুরকে ৯৭ রানে হারিয়েছে ধানমণ্ডি। যদিও শুরুটা ভালো হয়নি তাদের।

আগে ব্যাট করতে নেমে স্রেফ ৪৫ রানে হারায় ৩ উইকেট। কিছুক্ষণ পর লড়তে থাকা হাবিবুর রহমান সোহান ৪৫ রানে বিদায় নিয়ে বিপদ আরও বাড়ে।

তখন দলের হাল ধরেন সোহান। তাকে সঙ্গ দেওয়া সানজামুলের ব্যাট থেকে আসে ৪০ রান। বাকিরা ব্যার্থ হলেও ব্যাট হাতে লড়তে থাকেন সোহান। ১৩১ বলে অপরাজিত ১৩২ রানে দলকে এনে দেন ২৭৭ রানের সংগ্রহ।

এই রান তাড়া করতে নেমে ১৮০ রানের বেশি করতে পারেনি শাইনপুকুর। ব্যাট হাতে ধানমণ্ডির হয়ে সোহানের সঙ্গে লড়া সানজামুল বল হাতে রাখেন বড় অবধান। ৪ উইকেট নেন তিনি। এছাড়া ৩ উইকেট পান কামরুল ইসলাম।

দিনের আরেক ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৬০ রান সংগ্রহ করে রূপগঞ্জ। দলটির হয়ে ওপেনার অমিত খেলেন ৮১ রানের ইনিংস। এছাড়া ৫৭ রানের ইনিংস খেলেন গালিব। আর আরিফুলের ব্যাট থেকে আসে ৪০ রানের ইনিংস।

এই রান তাড়ায় নেমে শুরুটা ভালো করেন সাদমান ও ইমরানুজ্জামান। ইমরান ২৮ রানে বিদায় নিলে সাদমানকে সঙ্গ দেন ইমরুল কায়েস। দুজন গড়েন ৮৬ রানের জুটি। এরপর ৬২ রান করা ইমরুল ফিরলে বাকিটা সারেন সাদমান ও মার্শাল আইয়ুব। মার্শাল অপরাজিত থাকেন ৩৩ রানে। আর ১১৫ রানে অপরাজিত থাকেন সাদমান।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর