শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

বসন্তের পরশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়: ফুলের রঙে রঙিন ক্যাম্পাস

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৬ বার পঠিত
আপডেট : বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ২:৪৭ পূর্বাহ্ণ

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি: বসন্তের আগমনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ক্যাম্পাস ফুলের সমারোহে এক মনোরম পরিবেশ সৃষ্টি করেছে। প্রকৃতির অপার সৌন্দর্যে সেজেছে পুরো ক্যাম্পাস, যেখানে বাহারি ফুলের সৌরভে মুখরিত চারপাশ। শিক্ষার্থীদের পদচারণায় মুখর এই ক্যাম্পাস এখন এক রঙিন ফুলের বাগান যেন।

বিশ্ববিদ্যালয় চত্বরে ফুটেছে গাঁদা, জাম্বু গাঁদা, ক্যালেন্ডুলা, পিটুনিয়া, ভাররবিনা, দেশি সিলভিয়া, হাইব্রিড গোলাপ, চন্দ্রমল্লিকা, ড্যামথাস, ডালিয়া, গোলাপ, মোরগ ঝুঁটি ও সূর্যমুখীর মতো নানা প্রজাতির ফুল। ক্যাম্পাসের প্রতিটি কোণে ছড়িয়ে থাকা এই বাহারি ফুল শিক্ষার্থীদের মনকেও প্রশান্তি এনে দিচ্ছে।

মহাবিপন্ন উদাল ফুলের অস্তিত্ব

শুধু বাহারি ফুলই নয়, ক্যাম্পাসে রয়েছে মহাবিপন্ন উদাল ফুল, যা খুবই বিরল প্রজাতির উদ্ভিদ। পরিবেশবিদদের মতে, এই ফুল সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের দেশের জীববৈচিত্র্যের জন্য মূল্যবান।

শিক্ষার্থীদের জন্য নির্মল পরিবেশ

এই রঙিন ও স্নিগ্ধ পরিবেশ শিক্ষার্থীদের পড়াশোনার মনোযোগ বাড়াতে সাহায্য করছে। তারা এখানে সময় কাটাচ্ছেন, ছবি তুলছেন, ফুলের গন্ধে নিজেদের প্রশান্ত করছেন। অনেক শিক্ষার্থী ফুলের সাথে বসে কবিতা লিখছেন, আঁকছেন, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পাসের সৌন্দর্য তুলে ধরছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের এই সৌন্দর্য রক্ষায় নিয়মিত পরিচর্যা ও যত্ন নিচ্ছে। তারা বিশ্বাস করেন, এই মনোরম পরিবেশ শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক ভূমিকা রাখবে।

বসন্তের এই সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সত্যিই ফুলের এক স্বর্গভূমিতে পরিণত হয়েছে, যা শিক্ষার্থীদের মননশীলতা ও সৃজনশীলতায় নতুন মাত্রা যোগ করছে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর