শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১১:৫১ অপরাহ্ন

একাত্তর আর চব্বিশ এক নয়,সাবেক চীফহুইপ ফারুক 

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৪০ বার পঠিত
আপডেট : শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ৪:২১ পূর্বাহ্ণ

সেনবাগ(নোয়াখালী)প্রতিনিধি:একাত্তর আর চব্বিশ এক নয়, একাত্তর একাত্তরই, আর চব্বিশ চব্বিশই,একাত্তরে লক্ষ লক্ষ শহিদ ও মা বোনের ইজ্জতের বিনিময়ে একটি রাস্ট্রের জন্ম হয়েছে,আর চব্বিশ সালে একটি ফ্যাসিবাদের পতনের মাধ্যমে নতুন এক বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, তাই যারা একাত্তর কে অস্বীকার করে চব্বিশ কে প্রতিষ্ঠিত করতে চায় তাদের কোন অসৎ উদ্দেশ্য থাকতে পারে  বলে মন্তব্য করেছেন সাবেক বিরোধী দলীয় চীফহুইপ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জনাব ফারুক আরো বলেন অত্যন্ত মনে কষ্ট নিয়ে বলতে হচ্ছে আজ সারাদেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস  অত্যন্ত জাকজমক ভাবে উদযাপিত হয়েছে, কিন্তু যার ডাকে  মানুষ এই মহান মুক্তিযুদ্ধেজ ঝাপিয়ে পড়েছে সেই স্বাধীনতার মহান ঘোষক শহীদ জিয়াউর রহমানের নামটি  কোথাও উচ্চারিত হয় নি,এটা অত্যন্ত বেদনাদায়ক। আজকে যারা নতুন দল করছেন আপনাদের জন্ম ও হয় নি,সুতরাং একাত্তর আর চব্বিশ নিয়ে বিভাজন সৃষ্টি করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবেন না।

সাংবাদিকদের উদ্যেশ্য করে জনাব ফারুক বলেন ১৭ বছর আপনারা বিরোধী দলের উপর নির্যাতনের নিউজ লিখতে পারেন নি, এখন আপনারা ইচ্ছেমতো লেখার সুযোগ রয়েছে,এখন দেশে সাংবাদিকদের সরকার, তাই আপনারা ঐক্যবদ্ধ হয়ে সত্য প্রকাশ করুন।

বুধবার নোয়াখালীর সেনবাগ প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও বিশিষ্ঠ ব্যাক্তিবর্গের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জনাব ফারুক এসব কথা বলেন।

সেনবাগ পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে সেনবাগ প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত উল্লাহর সভাপতিত্বে ও সহসভাপতি নুর হোসাইন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি)  এসএম মিজানুর রহামান, অফিসার ইনচার্জ (তদন্ত) হযরত আলী মিলন, নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুন,ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান, সেনবাগ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আমিন উল্লাহ বিএসসি, সেনবাগ পৌরসভা বিএনপির আহবায়ক আবদুল হান্নান লিটন,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা ইয়াছিন মিয়াজী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের সেনবাগ দক্ষিন সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, সেনবাগ বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি আবদুল ওয়াদুদ।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শায়েস্তা নগরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া উক্ত ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  উপজেলা  প্রাথমিক শিক্ষক সমিতির ,সদস্য সচিব গোলাম মাওলা  বাবু, , প্রথম আলোর নোয়াখালীর স্টাফ রিপোর্টার মাহবুরর রহমান ,কেশারপাড় ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক সুমন,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ, সেনবাগ উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতান সালাহ উদ্দিন লিটন, সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো, সেনবাগ পৌরসভা  জামায়াতের সেক্রেটারী আলাউদ্দিন ,কাবিলপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারী ও সাবেক জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম জহির, পৌরসভা যুবদেলর যুগ্ম আহবায়ক নুরনবী রাজু, সাবেক ছাত্রনেতা চান্দন হোসেন রাজু,সেনবাগ প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর পাটোয়ারী,নির্বাহী সদস্য কাজী ফখরুল ইসলাম,কোষাধক্ষ্য বশির আহম্মদ,সদস্য জামাল হোসেন কচি প্রমুখ।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর