শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
হাতিয়া নিউ মার্কেটে ঈদ র‍্যাফেল ড্র অনুষ্ঠিত  জলবায়ু সুবিচারের দাবিতে রংপুর তরুণদের জলবায়ু ধর্মঘট ও পদযাত্রা ভাষানচর দখলের সন্দ্বীপি ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ,উপদেষ্টার পদত্যাগ দাবি হাতিয়াবাসীর পণ্য বয়কট অভিযানে কার লাভ আর কার ক্ষতি? পাহাড়তলীতে অপহরন চক্রের ০৩ জন সদস্য গ্রেফতার ইসরায়েল হত্যা করে, মিথ্যা বলে, আর পশ্চিমা মিডিয়া তা বিশ্বাস করে গাজার ক্ষুধার্তদের দিকে মুখ ফিরিয়ে নিল আইডিএফ গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় নিহত আরও ৬০ ফিলিস্তিনি চীনের ওপর আরও ৫০ শতাংশ শুল্কারোপের হুমকি ট্রাম্পের যেসব দেশ অনুরোধ করেছে, সেগুলোর সঙ্গে সমঝোতা আলোচনা শিগগির: ট্রাম্প

সিকান্দার এর আয় নিয়ে হতাশা

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৯ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ৪:২৪ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক:- অনেক আশা জাগিয়ে এক বছর পর এই ঈদে সিনেমা নিয়ে ফিরেছেন বলিউড ভাইজান। কিন্তু এখন পর্যন্ত বক্স অফিসে আলোর মুখ দেখতে পারেনি তার অভিনীত ‘সিকান্দার’।

মুক্তির মাত্র চারদিনের মাথায় ‘সিকান্দার’ সিনেমার আয় ১০ কোটিও টপকাতে পারেনি না!

মুক্তির পর প্রথম সপ্তাহ এটা, আর তাতেই বক্স অফিসে যেন দাপট ফিকে হয়ে গেল ‘সিকান্দার’! সাচনিল্কের তরফে জানা গেছে, চতুর্থ দিনে অর্থাৎ ২ এপ্রিল বক্স অফিসে ‘সিকান্দার’ মাত্র ৯ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে। আর এই অঙ্কের সঙ্গেই ভাইজানের এই বহু অপেক্ষিত সিনেমাটির মোট আয় পৌঁছে গেছে ৮৪ কোটি ২৫ লাখ টাকায়।

ঈদের ঠিক আগের দিন রোববার (৩০ মার্চ) বক্স অফিসে মুক্তি পেয়েছে ‘সিকান্দার’। কিন্তু ছুটির দিন ঈদের আবহ থাকা সত্বেও এই সিনেমা সালমানের বাকি সিনেমার মতো ওপেনিং পায়নি।

বরং অনেকটাই কম ছিল প্রথম দিনের আয়। মুক্তির পর প্রথম দিন বক্স অফিসে ‘সিকান্দার’ মাত্র ২৬ কোটি রুপির ব্যবসা করে।

দ্বিতীয় দিন, অর্থাৎ ঈদের দিন সেই আয়ের পরিমাণ বেড়ে হয় ২৯ কোটি টাকা।

কিন্তু মঙ্গলবার এক ধাক্কায় আয়ের পরিমাণ বেশ অনেকটাই কমে যায়। এদিন ১৯ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করে সালমানের সিনেমাটি। বুধবার সেই আয়ের পরিমাণ আরও অনেকটাই কমেছে।

এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সালমান খান ও রাশমিকা মান্দানা। এছাড়াও, আরও অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, শারমান যোশি প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে সাজিদ নাদিয়াদওয়ালার গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট। ‘সিকান্দার’ পরিচালনা করেছেন এ.আর. মুরুগাদোস।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর