শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন

খাগড়াছড়িতে জাতীয়তাবাদী শ্রমিক দলের মে দিবস পালন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৬৪ বার পঠিত
আপডেট : সোমবার, ১ মে, ২০২৩, ৬:২১ অপরাহ্ণ

মো. শাহজাহান:মহান মে দিবস উপলক্ষে খাগড়াছড়িতে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১ টার দিকে জেলা শহরের কলাবাগান এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

প্রধান সড়ক হয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে শোভাযাত্রা শেষ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি জেলা শ্রমিক দলের সভাপতি আসলাম কালুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা।

খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ’র সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সহ-সভাপতি মাহবুব আলম।

খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা,

খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম,পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল আলম,

সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাগর নোমান, কৃষক দলের সাধারণ সম্পাদক নীলাপদ চাকমা, জেলা মহিলা দলের সভানেত্রী কুহেলি দেওয়ান, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান আলোচনা সভায় বক্তব্য রাখেন।

শোভাযাত্রা ও আলোচনা সভায় জেলার সকল উপজেলা ও পৌর শ্রমিক দল অংশগ্রহণ করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর