আন্তর্জাতিক ডেস্ক:- বুধবার থেকে ভারী বর্ষণ ও বজ্রপাতে বিপর্যস্ত ভারতের দুই রাজ্য উত্তরপ্রদেশ ও বিহার। একইসঙ্গে ভারতের প্রতিবেশী দেশ নেপালেও ভারি বর্ষণ চলছে।
গত দুইদিনে এমন বিরূপ আবহাওয়ায় দেশ দুটিতে অন্তত ১১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, অতিবৃষ্টির কারণে সেখানে অন্তত ৬৪ জনের মৃত্যু হয়েছে।
এদিকে বজ্রপাত ও তুমুল বর্ষণে নেপালে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে দেশটির দুর্যোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
ভারতের মধ্য ও পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বজ্রঝড়, বজ্রপাত ও তুমুল বাতাসসহ বৃষ্টি শনিবার পর্যন্ত থাকতে পারে বলে ধারণা করছে দেশটির আবহাওয়া বিভাগ (আইএমডি)। এসব অঞ্চলজুড়ে আরও অকাল বৃষ্টিপাতের আশঙ্কা করছেন ভারতের আবহাওয়াবিদরা।
আইএমডি আরও জানিয়েছে, ভারতের পশ্চিমাঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাওয়া এবং পূর্ব ও মধ্যাঞ্চলে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদিও দেশটিতে বর্ষার সঙ্গে যুক্ত মুষলধারে বৃষ্টিপাত সাধারণত জুন মাসে শুরু হয়।