আন্তর্জাতিক ডেস্ক:- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গাজা যুদ্ধ দীর্ঘায়ত করার জন্য সরাসরি দায়ী করেছে ইসলামিক প্রতিরোধ আন্দোলন গোষ্ঠী হামাস। সংগঠনটির দাবি, নেতানিয়াহুর একমাত্র লক্ষ্য নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখা এবং দুর্নীতির মামলাগুলো থেকে মুক্তি পাওয়ার পথ তৈরি করা।
এ জন্যই তিনি যুদ্ধকে ইচ্ছাকৃতভাবে লম্বা করছেন।
শনিবার (১২ এপ্রিল) এক বিবৃতিতে হামাস জানায়, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের চুক্তি বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হচ্ছেন নেতানিয়াহু নিজেই।
সংগঠনটি বলেছে, ইসরায়েলের অভ্যন্তরে যুদ্ধ বন্ধ এবং বন্দি মুক্তির দাবিতে যে আলোচনা হচ্ছে, তা-ই প্রমাণ করে নেতানিয়াহু যুদ্ধকে দীর্ঘায়ত করে ফিলিস্তিনি ও ইসরায়েলি বন্দিদের দুর্ভোগ বাড়াচ্ছেন।
হামাস আরও দাবি করে, গাজায় শিশুদের রক্ত ঝরিয়ে ও বন্দিদের কষ্ট বাড়িয়ে নেতানিয়াহু কেবল নিজের ক্ষমতা রক্ষার খেলায় মত্ত।
তারা উল্লেখ করেছে, যুদ্ধ বন্ধের বিনিময়ে বন্দিমুক্তির যে প্রস্তাব হামাস দিয়েছে, তা আন্তর্জাতিক মহলে ব্যাপক সমর্থন পেয়েছে। কিন্তু এই উদ্যোগ বাস্তবায়নের পথে একমাত্র অন্তরায় হচ্ছেন নেতানিয়াহু।
হামাস সতর্ক করে দিয়ে বলেছে, যতদিন যুদ্ধ বন্ধে বিলম্ব হবে, ততদিন ফিলিস্তিনে সাধারণ মানুষের প্রাণহানি বাড়বে এবং বন্দিদের অবস্থাও আরও করুণ হবে।
এই বিবৃতির পরপরই দখলকৃত অঞ্চলগুলোতে যুদ্ধবিরোধী আন্দোলনের নতুন ঢেউ দেখা গেছে। শত শত সামরিক রিজার্ভ সদস্য, চিকিৎসক, কর্মকর্তা ও শিক্ষাবিদ একটি যৌথ আবেদনপত্রে স্বাক্ষর করেন, যাতে গাজায় যুদ্ধ অবিলম্বে বন্ধের আহ্বান জানানো হয়।