শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

কাতারের ঘুষ কেলেঙ্কারিই কি নেতানিয়াহুকে ডোবাবে

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১২ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক:- ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি কাতারের অর্থনৈতিক সহযোগিতা বহুদিনের পুরোনো ও বহুল আলোচিত একটি বিষয়। তবে ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর এই ইস্যুতে নতুন করে বিচ্ছিন্নভাবে কিছু খবর প্রকাশ পেলেও একটি গুরুত্বপূর্ণ ও গুরুতর দিক এতদিন আড়ালেই ছিল।

সবচেয়ে বিস্ময়কর ও চাঞ্চল্যকর অভিযোগটি হলো—এই তহবিল সহযোগিতা কাতারের একক সিদ্ধান্তে নয়, বরং ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরাসরি নির্দেশ ও তার সরকারের প্রকাশ্য অনুমোদনে হয়েছে।

প্রশ্ন হলো, সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে যাদের ইসরায়েল দীর্ঘদিন ধরে আখ্যায়িত করে আসছে, সেই হামাসকেই কীভাবে দেশটির সরকারের সম্মতিতে বিপুল পরিমাণ অর্থ সহযোগিতা করা হলো? এই সিদ্ধান্তের পেছনে নেতানিয়াহুর রাজনৈতিক উদ্দেশ্য ও ভূ-রাজনৈতিক কৌশল ঠিক কী ছিল?

আন্তর্জাতিক সংবাদ সংস্থা প্রজেক্ট সিন্ডিকেটে গত ১১ এপ্রিল পোলিশ সাংবাদিক কনস্ট্যান্টি গ্যাবার্টের একটি নিবন্ধে হামাসের কার্যকলাপে ইসরায়েলের স্বার্থরক্ষা, সংগঠনটিকে কাতারের তহবিল জোগান দেওয়াসহ দেশটির ঘুষ কেলেঙ্কারির নানা তথ্য উঠে এসেছে।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর