বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০২:২৯ অপরাহ্ন

ঢাকায় গাইতে না পেরে আক্ষেপ, যা বললেন সেই পাকিস্তানি গায়ক

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৬ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১২:৪৪ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক:- বলিউডে ‘তো ফির আও’, ‘তেরা মেরা রিশতা’সহ একাধিক হিট গানে কণ্ঠ দিয়েছেন পাকিস্তানি সংগীতশিল্পী মুস্তাফা জাহিদ। ‘মেলোডি আনলিশড’ শিরোনামের কনসার্টে অংশ নিতে ঢাকায় এসেছিলেন মুস্তাফা জাহিদ।

তবে কনসার্ট শুরুর মাত্র ঘণ্টাখানেক আগে জানা যায়, স্থগিত হয়েছে আয়োজন!

আয়োজকদের এমন সিদ্ধান্তে হতবাক মুস্তাফা জাহিদসহ কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল এমন সব শিল্পীরা। হতাশ হাজারো দর্শকও।

কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ‘মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন’ শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে এক ফেসবুক পোস্টে জানায়, নিরাপত্তাজনিত কারণে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। অথচ তখন ভেন্যুতে জমে উঠছে দর্শকদের ভিড়।

এতে ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত অনেকে।

ঢাকায় এসেও এভাবে কনসার্ট বাতিল হওয়ায় ফেসবুকে একটি বিবৃতি দিয়েছেন পাকিস্তানি সংগীতশিল্পী মুস্তাফা জাহিদ।

তিনি বলেন, আমার হৃদয় ভেঙে যাচ্ছে এই দুঃসংবাদটা দিতে… আয়োজকেরা মাত্রই জানাল- নিরাপত্তাজনিত কারণে শো বাতিল করা হয়েছে। আমরা ঢাকায় এসে রাতভর স্থানীয় শিল্পীদের সঙ্গে রিহার্সাল করেছি, প্রতিশ্রুতি ভঙ্গের পরও শুধুমাত্র ভক্তদের জন্য হাজির হয়েছিলাম। কিন্তু এই সিদ্ধান্ত আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। আমরা ঠিক আপনাদের মতোই হতাশ।

অন্যদিকে, ঢাকার শিল্পী এ কে রাহুল, ব্যান্ড লেভেল ফাইভ ও এনকোর- এই কনসার্টে অংশ নেয়ার কথা ছিল। কিন্তু আয়োজকেরা কারও সঙ্গেই যোগাযোগ রাখেননি বলে অভিযোগ করেছেন শিল্পীরা।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর