বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন

হামজাদের লিগের দলের মালিক হলেন মদ্রিচ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৭ বার পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ১২:৪৬ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক:– রিয়াল মাদ্রিদের মাঝমাঠের প্রাণভোমরা ছিলেন কাসেমিরো, টনি ক্রুস ও লুকা মদ্রিচ। এর মধ্যে কাসেমিরো ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমিয়েছেন।

আর ক্রুস নিয়েছেন অবসর। তবে লস ব্লাঙ্কোসদের হয়ে ৩৯ বছর বয়সেও মাঠ মাতিয়ে যাচ্ছেন মদ্রিচ।

তবে থামতে হবে তাকেও। তার আগেই একটি ক্লাবের মালিকানা কিনেছেন ক্রোয়াট তারকা।

মাঠের ক্যারিয়ার শেষ করেও যে ফুটবলে থাকছেন মদ্রিচ, তা নিশ্চিত হওয়া গেল এখনই। ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের লিগ চ্যাম্পিয়নশিপের একটি ক্লাবের মালিকানা কিনেছেন ক্রোয়েশিয়ান এই মিডফিল্ডার।

সোয়ানসি নামক ক্লাবটি অবশ্য সুবিধাজনক স্থানে নেই। ৪২ ম্যাচ শেষে তারা ৫৪ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দশ নম্বরে।

মদ্রিচ ছাড়াও এই ক্লাবটির মালিকানায় রয়েছেন অ্যান্ডি কোলম্যান, ব্রেট ক্রাভাট, নাইজেল মরিস ও জেসন কোহেন। তবে কে কত শতাংশের মালিক, তা এখনও জানা যায়নি। মূলত গত নভেম্বরে পরিবর্তন হয় ক্লাবের মালিকানা। যে কারণে ক্লাব এখনও ধাক্কা সামলে উঠতে পারেনি। যার ছাপ পড়েছে খেলাতেও।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর