রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিবদের বৈঠক আজ

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১২ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ণ

জাতীয় ডেস্ক:- বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবের বৈঠক বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকায় শুরু হচ্ছে।

বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এ বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন।

আর পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রসচিব আমনা বালুচ।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, কৃষি, বিমান যোগাযোগ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তিসহ নানা বিষয়ে আলোচনা হবে।

এছাড়া পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের দেনা পাওনা নিয়েও আলোচনা উঠতে পারে।

বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরসূচিও চূড়ান্ত হতে পারে।

চলতি মাসের শেষের দিকে ইসহাক দার ঢাকা সফর করবেন বলে আশা করা হচ্ছে।

পাকিস্তানের পররাষ্ট্র সচিব বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন।

তারপর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে যোগ দিতে বুধবার (১৬ এপ্রিল) ঢাকায় আসেন আমনা বালুচ।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর