রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

হাকিমপুরে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১১ বার পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ণ

জাতীয় ডেস্ক:- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দিনাজপুরের হাকিমপুরে ৫ আগস্ট সহিংসতায় দুই শিক্ষার্থীকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু রায়হানকে (২৬) গ্রেপ্তার করেছে হাকিমপুর থানা পুলিশ।

বুধবার (১৬ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার ভোর রাতে আলিহাট ইউনিয়নের ধাওয়ানশীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবু রায়হান হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের ধাওয়ানশীপুর গ্রামের মোকলেছুর রহমানের ছেলে।

আবু রায়হান আলিহাট ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি।

জানা গেছে, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সহিংসতার ঘটনায় দুই শিক্ষার্থীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে ২৩ জনের নাম উল্লেখসহ ৯০-১০০ জন অপরিচিত ব্যক্তির নামে হাকিমপুর থানায় মামলা দায়ের করেন নিহত শিক্ষার্থীর ভাই।

ওই মামলার আসামিদের আটক করতে অভিযান পরিচালনা করছে পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবু রায়হানকে বুধবার ভোর রাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা জানান, থানায় দায়েরকৃত দুই শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে আবু রায়হানকে জেলহাজতে পাঠানো হয়েছে।

হাকিমপুরে শিক্ষার্থী হত্যা মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর