রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

অনলাইন বিজ্ঞাপনে গুগলের একচেটিয়া অবৈধ দখল, মার্কিন আদালতের রায়

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৬ বার পঠিত
আপডেট : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১২:৩৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক:- অনলাইন বিজ্ঞাপন খাতে অবৈধভাবে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দায়ে গুগলের বিরুদ্ধে রুল দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একজন ফেডারেল বিচারক। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দেওয়া ওই রুল অনলাইন জগতের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও ১৭টি অঙ্গরাজ্য গুগলের বিরুদ্ধে মামলাটি করে। মামলার অভিযোগে বলা হয়, অনলাইনে কোন বিজ্ঞাপন কোথায় বসবে, তা নির্ধারণে ব্যবহৃত প্রযুক্তিতে গুগল অবৈধভাবে প্রভাব বিস্তার করছে।

গুগলের এই কার্যকলাপ প্রতিযোগীদের প্রতিযোগিতা করার সুযোগ থেকে বঞ্চিত করছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মামলায় তিনটি অভিযোগ আনা হয়েছিল, যার মধ্যে দুটি প্রমাণিত হয়েছে।

একটি অভিযোগ খারিজ হয়ে গেছে। এই রায়ের মাধ্যমে গুগল এক বছরে অ্যান্টিট্রাস্ট আইনের দুটি মামলায় হারল।

তবে রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছে গুগল। রায়ের পর গুগলের রেগুলেটরি অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট লি-অ্যান মুলহোল্যান্ড বলেন, ‘আমরা মামলার অর্ধেক জিতেছি, বাকি অংশের জন্য আমরা আপিল করব ‘

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বিজ্ঞাপনদাতাদের বিজ্ঞাপন দেওয়ার এবং প্রকাশকদের ডিজিটাল বিজ্ঞাপনের স্থান প্রদানের সুযোগ করে দেওয়ার ডিজিটাল ইকোসিস্টেমে গুগলের ব্যাপক ভূমিকা নিয়ে বহু বছর ধরে সমালোচনা চলছে। এবার সেই সমালোচনার প্রেক্ষিতেই মামলাটি দায়ের করা হলো।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর