রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন প্রাইম এশিয়ার ছাত্র হত্যা : বৈষম্যবিরোধী ও ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগ ‘সরকার প্রধান ও দলীয় প্রধান একই ব্যক্তি হবেন না’ সুপারিশে ভিন্নমত বিএনপির ‘স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে সংস্কার কমিশনকে সহযোগিতা করছে বিএনপি’ ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পের বিরুদ্ধে হাজারো জনতার বিক্ষোভ স্থায়ী যুদ্ধবিরতির শর্তে সব জিম্মি মুক্তির প্রস্তাব দিল হামাস টেক্সাস থেকে ভেনিজুয়েলানদের বহিষ্কার স্থগিত করল যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত সৌদি সফরে যাচ্ছেন মোদী আগামী সপ্তাহে নাইজেরিয়ায় সন্দেহভাজন পশুপালকদের হামলায় নিহত ১৭

মরিশাসে বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম উদ্বোধন

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৬ বার পঠিত
আপডেট : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ণ

জাতীয় ডেস্ক:- মরিশাসে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরিশাসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জকি আহাদ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী।

হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) মো. আসাদুজ্জামান অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এসময় লেফটেন্যান্ট কর্নেল মনজুর-ই-এলাহী ই-পাসপোর্ট প্রকল্পের প্রযুক্তিগত দিক ও এর সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

হাইকমিশনার জকি আহাদ ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল বীর মুক্তিযোদ্ধাকে স্মরণ করেন।

তিনি বলেন, ই-পাসপোর্ট সেবা চালুর মাধ্যমে মরিশাসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ইমিগ্রেশন প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে।

এতে আমাদের নাগরিকদের মর্যাদা যেমন বৃদ্ধি পাবে, তেমনি এই আধুনিক প্রযুক্তি নির্ভর পাসপোর্ট ব্যবস্থার কারণে বিশ্বের অনেক দেশ বাংলাদেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরে আগ্রহী হবে। ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে দুইজন আবেদনকারীর হাতে ই-পাসপোর্টের ডেলিভারি স্লিপ হস্তান্তর করা হয়।

এখন থেকে মরিশাসে বসবাসরত বাংলাদেশিরা ৫ বছর ও ১০ বছর মেয়াদি ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

বহির্বিশ্বে বাংলাদেশ ই-পাসপোর্ট সেবা চালু করার ক্ষেত্রে মরিশাসের বাংলাদেশ হাইকমিশন ৫৮তম মিশন হিসেবে যুক্ত হলো।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর