চট্টগ্রাম: নগরের সেবাদানকারী সরকারি সংস্থা, কর্তৃপক্ষগুলোর মধ্যে সুসমন্বয়ের লক্ষ্যে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর মর্যাদা চেয়েছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। গত বছরের ৩ ডিসেম্বর ডিও দিয়েছিলেন মেয়র।
এবার সেই প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখা।
রোববার (২০ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি মন্ত্রিপরিষদ সচিব বরাবর পাঠানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেয়র প্রতিমন্ত্রীর মর্যাদা পাচ্ছেন এমন পোস্ট দিয়ে উচ্ছ্বাস জানাচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ চট্টগ্রামের মানুষ।
চিঠিতে বলা হয়, চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়রকে প্রতিমন্ত্রী পদমর্যাদা প্রদান সংক্রান্ত ডিও পত্রটি এতদ্সঙ্গে প্রেরণ করা হলো (কপি সংযুক্ত)।
বর্ণিত ডি.ও পত্রের বিষয়ে সদয় পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে বিনীত অনুরোধ করা হলো।
চিঠির আটটি অনুলিপির মধ্যে একটি দেওয়া হয়েছে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তাকে।
জানতে চাইলে তিনি বাংলানিউজকে বলেন, মাননীয় মেয়র প্রতিমন্ত্রী মর্যাদা পেতে যাচ্ছেন। স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখার চিঠিতে বিষয়টি একধাপ এগিয়ে গেল।