মো. শাহজাহান : খাগড়াছড়িতে এসআইডি-সিএইচটি প্রকল্পের “শিক্ষা ও দক্ষতার মাধ্যমে নারী ও মেয়ে শিশুর ক্ষমতায়ন” কম্পোনেন্টের আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত নারী এবং নারী উদ্যোক্তাদের মাঝে বৃত্তি এবং অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩মে) দুপুরে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিউটের অডিটোরিয়ামে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ১’শ ২০ জন নারী উদ্যোক্তা ও ১০৬জন ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
এ উপলক্ষ্যে নারী ও মেয়ে শিশু ক্ষমতায়ন প্রকল্প’র প্ল্যানিং, মনিটরিং রিপোর্টিং অফিসার পাইউমং চৌধুরী’র সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, দেশের অর্ধেক নারীদের পিছিয়ে রেখে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করা সম্ভব না। নারীরা শিক্ষিত হলে জাতি,সমাজ ও দেশ এগিয়ে যাবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা, ইউএনডিপি’র ডিস্ট্রিক্ট ম্যানেজার প্রিয়তর চাকমা প্রমুখ।