রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন

লংগদুতে জেলেদের মুখে হাসি ফোটালেন উপজেলা মৎস্য অধিদপ্তর

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১০০ বার পঠিত
আপডেট : রবিবার, ৪ জুন, ২০২৩, ১০:৪১ অপরাহ্ণ

বিপ্লব ইসলাম,লংগদু উপজেলা প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রাম মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক কর্মসূচীর অধীনে লংগদুতে নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল বিতরন করা হয়েছে।

রবিবার (৪জুন) লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরীর প্রাঙ্গনে রাংগামাটি জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের বাস্তবায়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিবন্ধিত জেলেদের মাঝে ছাগল বিতরন করেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।

ছাগল বিতরন অনুষ্ঠানে রাংগামাটি জেলা সিনিয়র সহকারী পরিচালক নাজিম উদ্দীন, লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব উসমান,লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম (ঝান্টু), মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম,লংগদু উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানবীর আহসান সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

উপকার ভোগীদের উদ্দেশ্যে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব উসমান বলেন, মৎস্য চাষীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে মৎস্য চাষের পাশাপাশি মৎস্য চাষীদের  মাঝে ছাগল বিতরন করা হয়েছে,এর ফলে মৎস্যচাষীরা আগের চেয়েও আরো বেশি স্বাবলম্বী হয়ে উঠবে। এসময় তিনি মৎস্য চাষীদের সঠিকভাবে মাছের পাশাপাশি ছাগলের পরিচর্যা করার আহবান জানান।

এসময় লংগদুতে বিভিন্ন এলাকার নিবন্ধিত ১০ জন জেলেকে পার্বত্য চট্টগ্রাম মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধক কর্মসূচীর অধীনে জনপ্রতি ৪টি করে মোট ৪০টি ছাগল বিতরন করেন।

Facebook Comments Box


এ জাতীয় আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর